ছোট্টপাখি নাম জোনাকি
জ্বাললে নাকি আলো,
প্রহর শেষে ঘুমের দেশে
বাসতে কারে ভালো?
আলোর পাখি জোনাক ডাকি
নাম খানা তার খাসা,
রাতটা ভরে ফেরি করে
আলোর ভালোবাসা।
রাত্রি না দিন ভীষণ অচিন
কালো রঙের পোকা,
অন্ধকারে দেখলে তারে
সবাই বনে বোকা
না থাক ডানা শতেক মানা
তাওতো উড়ে বেশ,
বুকের পরে আলো ভরে
হয়সে নিরুদ্দেশ।