হেমন্ত আসে সোনালি ভোরে, নবান্ন আসে পাড়া জুড়ে,
নতুন ধানের পিঠা নিয়ে। মৌ মৌ করে রসের গন্ধে
মাছি বসে হাঁড়ির কান্দে।
মশা আসে ভন ভনিয়ে, রক্ত খেয়ে যায় মিনিয়ে,
মানুষ করে ঘ্যানর ঘ্যান।
শীত আসে কনকনিয়ে কুয়াশা থাকে চাদর মুড়িয়ে ।
রেলগাড়ি চলে ঝনঝনিয়ে যাত্রী উঠে বগি থামিয়ে।
বায়ু বয় শোঁ শোঁ বেয়ে, ঘরের চাল দেয় উড়িয়ে।
সময় চলে আপন মনে, অতিথি পাখি আসে বনে।
রোদ ওঠে ঝলমলিয়ে -বিকেল হলে যায় হেলিয়ে
পানি চলে কলকলিয়ে ময়লা সব যায় মিলিয়ে।
মেঘ দৌড়ে ছেয়ে ছেয়ে আকাশের নীল পাহাড় বেয়ে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর -বর্ষার পায়ে আলতা নূপুর।
কোকিল ডাকে কুহু কুহু, মেঘ ডাকে গুড়ুমগুড়ুম
বুক কাঁপে দূরু দূরু,
ঘুটঘুটে অন্ধকারে ব্যাঙ ডাকে বন বাদাড়ে।
জোনাকি পোকার দীপ জ্বালে নিস্তব্ধ কাননে,
বর্ষার বর্ষণে প্রকৃতির গর্জনে মনে আসে ভয়,
রাত জেগে শুধু রয়,
বাঁধ ভেঙে যদি আসে অচেনা প্রলয়!