রাঙামাটির রাজস্থলী উপজেলায় কাপ্তাই জোনের ২৩ ইস্ট বেঙ্গলের অভিযানে তিন লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। জব্দকৃত সেগুনের রদ্দাগুলো রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত বুধবার গভীর রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলার হাজী পাড়া ও বাজার সংলগ্ন ব্রীজের নিচের থেকে গোপনে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতকালে অভিযান চালিয়ে ২৮০ পিস সেগুনের রদ্দা জব্দ করা হয়। জব্দকৃত রদ্দার বাজার মূল্য তিন লক্ষ টাকা বলে জানা গেছে। এসময় সেনা টহলের উপস্থিতি টের পেয়ে কাঠের মালিক পালিয়ে যায়। জব্দকৃত গাছের কাঠগুলো বৃহস্পতিবার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফ আলীর উপস্থিতিতে রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলে সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কাইয়ুম নিয়াজি জানান।