সহপাঠী বন্ধুরা কই গেলি তোরা
মনে আছে একসাথে খেলতাম মোরা।
কতদিন হয়ে গেল দেখাদেখি নাই
ঘরে ঘরে বসে আছি আমরা সবাই।
করোনার কারণে গত আট মাস
সময়টা কাটছে কি যে হাঁসফাঁস।
অনলাইন ক্লাসে আর ভরে নাকো মন
কতো হাসি আড্ডায় কাটাতাম ক্ষণ।
সোনালী সেই দিন গেছে তারা কই
ইচ্ছে করে না যে ধরি খাতা বই।
বাবা-মা চাপ দেন কিছু কিছু পড়তে
মন চায় বরাবর শুধু খেলা করতে।
বন্ধুরা কেউ বলে ভালো আছি ‘বন্ধে’
কেউ বলে, না ভাই, আছি ভালো-মন্দে।
হইচই আড্ডা, গেলো আহা কই সব
করোনা কেড়ে নিছে আমাদের শৈশব।
মিস্্ করি সব কিছু,আহা প্রিয় ইশকুল
কোথায় যাচ্ছি মোরা, পাচ্ছিনে দিশকুল।