৪ নৌ রোভারের পায়ে হেঁটে সাফারি পার্ক যাত্রা

| সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৪৪ পূর্বাহ্ণ

কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের ৪ সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক যাত্রা শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে বঙ্গবন্ধু সাফারি পার্ক পর্যন্ত পায়ে হেঁটে গতকাল রবিবার সকালে তারা পরিভ্রমণ শুরু করেন।
কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পরিভ্রমণ দলের কার্যক্রম উদ্বোধন করেন জেলা নৌ স্কাউট সচিব অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন জেলা নৌ স্কাউট লিডার উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এলটি। পরিভ্রমণকারী রোভাররা হলেন- দলনেতা এনামুল হক টিপু, সদস্য মো. শাহীন আলম, মো. শাহজাহান ও জনি চন্দ্র দাশ। স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে ৪ রোভার ১২ নভেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করবেন। কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে যাত্রা শুরু হয়ে নোয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, পটিয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা পরিষদ ও বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে পরিভ্রমণ শেষ করবেন। পরিভ্রমণ সময়ে রোভাররা ‘জীবন বাঁচাতে, দেশ বাঁচাতে, স্বাস্থ্যবিধি মানতে হবে’ শ্লোগানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় ভাষণে ঐক্যের ডাক বাইডেনের
পরবর্তী নিবন্ধদণ্ডিত থাকবেন পরিবারের সঙ্গে, সংশোধনের সুযোগ দিয়ে হাইকোর্ট