জিজ্ঞাসা

গৌরী প্রভা দাশ | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আকাশের কাছে আমি
কিছু প্রশ্ন রাখি–

মুখ উল্টে রোজ দেখ
পৃথিবীর রূপ?
সুখ! নাকি তার দুখ্‌?

তুমি নিশ্চয়ই জানো
কিছুদিন ধরে পৃথিবীর
সুখ দূরে চলে গেছে..

একে একে নিভে গেছে
ছিলো যতো আলো,
মনে হয় যেন সবে
মৃত্যুকে বেসেছি ভালো!

অনিচ্ছুক নিদ্রা চোখে নিয়ে
কালের অতল গর্ভে
পড়ি আজ ঢলে।

পিতা মাতা হারা শিশু
বুঝবে কি ভালোবাসা
স্নেহ কাকে বলে!

চারদিকে আর্তনাদ
শোক আর আহাজারি
কতো আর সই বলো?

এ কেমন খেলা খেলে
অন্তর্যামী আকাশের
ওপারে লুকিয়ে!

পূর্ববর্তী নিবন্ধভাবের ধর্মঘট
পরবর্তী নিবন্ধআমার প্রতিদ্বন্দ্বীরা