ভাবের ধর্মঘট

বিভা ইন্দু | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কে শোনে বারণ
শব্দপাড়ায় চলছে ভাবের ধর্মঘট
বিশ্বাসের তালে আঁচ লাগে
তবুও সূর্য ওঠে
ঠোঁটের উষ্ণতায় মিতালি গড়ে
পানকৌড়ি —
চন্দ্রমার লালিত্যে যামিনী বাসর —
নির্লজ্জ সে বুভুক্ষুতা
গোধূলির আবির উপচানো
সিঁথির জমিন
আটপৌরে প্রসন্নতায়
নিকষ নীরবতার দলিলে
তুমিই বুঝি!
অনিয়মের চূড়ান্ত বন্যায় ডুবে যাওয়া —
অন্তহীন আবেগ।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষ তুমি গুণীধন
পরবর্তী নিবন্ধজিজ্ঞাসা