বৃক্ষ তুমি গুণীধন

মোহাম্মদ আলম শাহ্‌ | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

ফুল আর ফল দাও আরো দাও ছায়া,
বৃক্ষ তুমি এতো গুণী, তোমাতেই মায়া।
বর্ণময় ফুল দিয়ে সাজাও প্রকৃতি,
মানবে দানো তুমি কতো মনো আকুতি।
ফল দিয়ে ঝুলে রাখো, প্রতি ডালে ডালে,
দেখলেই লালা আসে জিভের আড়ালে।
দাও তুমি অঙিজেন জীবন রক্ষায়,
সম্বল পুষ্টি ফল জীবন-জীবিকায়।
গুণে-মানে শ্রেষ্ঠ তুমি, ছায়ে-বায়ে ধন্য,
নিয়তির শোভা স্মৃতি অতুল অনন্য।
বৃক্ষ তুমি পরিবেশে অ-কৃত্রিম সৃষ্টি,
দারুণ মানিয়ে নাও আঁখিদ্বয় দৃষ্টি।
কতই অপার তুমি বাঁচাতে জীবন,
অনাবিল দিয়ে যাও নির্মল শোভন।

পূর্ববর্তী নিবন্ধএইতো আমি আছি
পরবর্তী নিবন্ধভাবের ধর্মঘট