পাগল মন

তুলি আলম | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫০ পূর্বাহ্ণ

এ কেমন রোগ আমার বুঝি না-
ঘৃণা করলেই তুই, বাড়ে যেন প্রেমের বেগ আরো।
মর্ত্যলোকের সব চাওয়া-পাওয়ায় ভাটা পড়ে যেন।
তুই যখন দূরে যাস রাগ বিলোতে-
আমি তোর অধরা-প্রেমে হাত বুলোয় পরম সুখে।
ভুলে যায় তোর উনুনের অনলদগ্ধ ঘায়ের ব্যথা।
এ কেমন দুঃখ যে সুখ খোঁজে না-
ছেঁড়া-কাটা জীবনে আমার দুঃখই দামী মণিহার যেন।
তুই নিরন্তর বিছিয়ে দিস কাঁটা, আমি ছড়ায় ফুল।
যখনই ভাবি ভুলে যাবো তোকে-
স্বর্ণলতার মতই অবলম্বন করে আঁকড়ে ধরি আরো।
তিরষ্কারে যতই করিস বঞ্চনা, ভালোবাসি তত বেশি।
দূল্যোক-প্রেমে না বাঁধলেও তুই-
রাধা-কৃঞ্চের প্রেম রচনায় অবিরত উন্মুখ হয়ে রই।
তাড়িয়ে দিলে তুই, বিতাড়িত মন নিয়ে যাবো বল্‌ কই।
অভিমানী চোখ দু’টি সাগর যেন-
কাঁদতে না চাইলেও, উথলে উথলে পড়ে অথৈ অশ্রুধারা ।
সেই অশ্রু-সাগরে, হেসে খেলে স্নান করিস নন্দ-উল্লাসে।
এ কেমন বেহায়া মন আমার-
নিজেকে ভুলে ভুলে, তোকে হেম বর্ণে সাজায় নিরন্তর,
বুকের বাঁশিতে খুঁড়লেও কবর, তোর জন্যই কাঁদে অন্তর।

পূর্ববর্তী নিবন্ধকার্তিক
পরবর্তী নিবন্ধআলোর পাখি