এবং যদি তোমরা স্ত্রীদের স্পর্শ করা ব্যতিরেখে তালাক দিয়ে থাকো আর তাদের জন্য কিছু মহর নির্ধারণ করেছিলে এমন হয়, তবে যে পরিমাণ নির্ধারণ করেছিলে তার অর্ধেক ওয়াজিব হয়।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩৭) সূরা বাক্বারা।
যে ব্যক্তি স্বীয় নেককাজের কথা মানুষের নিকট প্রচার করিয়া বেড়ায়। আল্লাহতায়ালা তাকে সকল মানুষের কাছে অপদস্থ করিবেন।
– আল-হাদিস (বায়হাকী, তেবরানী)।
প্রত্যেক লোকের প্রতিবেশী হল তার মুখ দেখার আয়নার মত।
– জেমস হাওয়েল।