পৃথিবীকে গিলেছে কালঘুম
ব্যঞ্জন থেকে দূরে,
সমস্ত কোলাহল ছাপিয়ে বাজছে গীর্জার ঘণ্টা—
ঘণ্টার মতো জীবন
আয়ু মাপছে, আয়ু
গজ-ফিতা দিয়ে—
যত পথ পা-টানা রথ!
সময় চলছে খুড়িয়ে খুড়িয়ে;
যেখানে সর্বস্ব ফেরার
সেখানে এক স্পষ্ট বিরতি—
দীর্ঘ, সোজা লাইন!
রেহেনা মাহমুদ | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:১১ পূর্বাহ্ণ