কাঁশবাগানে সাদা ফুলে
পদ্ম ফুটে ডোবার জলে,
শরৎ শেষে শিউলি হাসে
হেমন্তকাল আসলো বলে।
শিশির জমে দুর্বাঘাসে
শীতের আবেশ সকাল সাঁঝে,
বিকেল বেলা সোনারোদে
মিষ্টি ছোঁয়া প্রাণে বাজে।
বিবর্ণ রূপ প্রকৃতিতে
চারিদিকে বিয়োগ গাঁথা,
শুষ্ক হাওয়া চোখে মুখে
ঝরে পড়ে গাছের পাতা।
শিশিরভেজা মেঠোপথে
ঝলমলিয়ে সূর্য উঠে,
আলোর খেলা যায় ছড়িয়ে
খোকা খুকুর ফাটা ঠোঁটে।
হাসির ঝিলিক কৃষক মনে
মাঠ ভরেছে পাকা ধানে,
পিঠা-পুলির ধুম লেগেছে
জারি সারি পালা গানে।