চতুর্দিকে বিষধর দাঁতের ধ্বংসনীয় ধর্ষক কুকুর,
মধ্যেখানে নবজাতক কচি তুলতুলে মেষ শাবক
অসহায় দৃষ্টিতে নিজ রক্ষার্থে খুঁজে আনুকূল্য
সৃষ্টির মাঝে বেজন্মা লোলুভ নগ্ন দৃষ্টির আকৃতির
বেড়াজালে জড়ানো অঙ্গের নিষ্পত্তি অবধারিত।
কুকুর দল জোট বেঁধে ভেংচি কাটে দৃঢ় দাঁতে
মুহূর্তে টুটি চেপে তছনছ করে ছিঁড়ে খাবে অঙ্গ,
অথচ জন্মটা আলোতে,তবুও অন্ধকার দ্যুতিতে
লোলুপ দৃষ্টির মাঝে কুঁকড়ে যায় জ্যান্ত শরীর।
নষ্ট জারজদের লিপ্সার লালা ঝরে অনবরত,
মিনতির শেষ প্রান্তে এসেও রক্ষা হলো না তার
ক্ষণে চূর্ণবিচূর্ণ করে দিল অঙ্গের সব রঙিন স্বপ্ন।
মেষ শাবকের অকাল মৃত্যু নিম্ন ন্যায়ের দুয়ারে
অবশেষে কিছু অবাঞ্ছিত হুল্লোড় উঠে প্রতিবাদে
আস্তে আস্তে বিলীন হয়ে যায় ধোঁয়ার অনুরূপ।
আর মড়িঘরে পড়ে থাকা নিপিড়ীত লাশটিকে
অবহেলিত মৃত্যুকূপে নিক্ষেপ করে দেয় জ্বলতে।