টেকনাফে ৪টি স্বর্ণবার সহ মো. শাহ আলম (৩১) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তার পরনের জুতার ভেতর তল্লাশি চালিয়ে ৫৬ ভরি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, গতকাল বুধবার রাতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ার বালুখালীগামী একটি ইজিবাইকে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে টেকনাফের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে ঐ ইজিবাইকে তল্লাশি চালানো হয়।
এসময় যাত্রী মো. শাহ আলমের জুতার ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ৫৬ ভরি ১৪ আনা ৩ রতি।
উদ্ধার স্বর্ণের বৈধ কোনো কাগজপত্র ছিল না। এসব স্বর্ণ সরকারি শুল্ক ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিল।
এই বিষয়ে স্বর্ণের বারসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দিয়ে স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিজিবি’র এই কর্মকর্তা।