মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের ধারাবাহিকতায় গতকাল বুধবার উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজ চত্বরে মাহফিল অনুষ্ঠিত হয়।
এম মনজুর আলমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী। তিনি বলেন, মহানবীর আদর্শ আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তাঁদের দেখানো পথ আমাদের জন্য অনুসরণীয়।
এতে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সৈয়দ মাওলানা মোহাম্মদ ইউনুছ রজবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।