আমরা নিজেদের অপূর্ণ স্বপ্নগুলো সন্তানদেরকে দিয়েই পূর্ণ করাতে চাই। এটা দোষের কিছু নয়, তবে একবারও কি ভেবে দেখি এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের উপর কতটা বোঝা চাপিয়ে দিচ্ছি, যা বহনের সাধ্য তার নাই। তাই আমাদের সন্তানদের কোন কিছু চাপিয়ে না দিয়ে চলুন তাদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলি। দেখবেন তারা একদিন এই পৃথিবী বদলে দেবে। তাদের মানুষ করতে পারলে সমাজ হতে এমনিতে বিলুপ্ত হবে সকল অপরাধ। আর যাই হোক বৃদ্ধ বয়সে কোন বৃদ্ধাশ্রমে স্থান নিতে হবে না।