আস্থা

কামরুল ইসলাম দুলু | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

‘অপরাধী যত বড়ই হোক ছাড় দেওয়া হবে না’ । এ কথাটি জ্ঞান হওয়ার পর থেকেই শুনে আসছি কিন্তু বাস্তবের সাথে কখনো মিল খুঁজে পাইনি। সামপ্রতিক বেশ কিছু আলোচিত ঘটনার পর সেই বাস্তবের সাথে কথার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সামপ্রতিককালে সম্রাট, সাহেদ, ওসি প্রদীপ, নোয়াখালীর আলোচিত ঘটনাসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় জনমনে বেশ স্বস্তি আসে। ” অপরাধী যতই শক্তিশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না” এই কথা মানুষ শুনতে শুনতে এটি হাস্যরসে পরিণত হয়েছিল এক সময়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় নিজের দলের হলেও অপরাধী যে ছাড়া পাচ্ছে না তা সামপ্রতিক আলোচিত ঘটনাগুলোর দিকে থাকালে বোঝা যায়। হাজী সেলিম এর সাথে নৌবাহিনীর কর্মকর্তার ঘটে যাওয়া ঘটনাটিতেও পার পাওয়া যায়নি। অপরাধীকে গ্রেফতার করে হাজী সেলিমের বাসায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তল্লাসী চালায় নিজ দলের বলে ছাড় দেওয়া হয়নি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধআসুন সন্তানদের মানুষ বানাই
পরবর্তী নিবন্ধমন্ত্রিসভার ‘নো মাস্ক, নো সার্ভিস’ সিদ্ধান্ত কার্যকর হবে তো!