মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ক্যাপ্টেন ছিলেন জিআর গোপিনাথ। সমরযুদ্ধে পারদর্শী এই কর্মকর্তা এরপর হঠাৎই অবসর নিয়ে নেন। প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম এয়ারলাইন, এয়ার ডেকান। এই যোদ্ধাকে নিয়ে এবার তৈরি হচ্ছে তামিল ছবি। আর সেখানে অভিনয় করছেন ইন্ডাস্ট্রির সুপারস্টার সুরিয়া। ছবির নাম ‘সুরারাইপোট্রু’। আগামী ১২ নভেম্বর চলচ্চিত্রটি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে। জানা যায়, ছবিটি নির্মিত হচ্ছে ২০১১ সালের সেরা বিক্রিত বই ‘সিম্পলি ফ্লাই: আ ডেকান ওডিসি’ থেকে। এটি নির্মাণের প্রথম আইডিয়া আসে গিরিশ কারনাডের কাছ থেকে। তিনিই গোপিনাথের কাছ থেকে জীবনকাহিনি শুনে বইটি লিখেছিলেন। সাবেক সেনা কর্মকর্তা ও ভারতের স্বল্পমূল্যের এয়ারলাইনের স্বপ্নদ্রষ্টা গোপিনাথ বলেন,আমি শুধু আমার জার্নিটা বলেছি। সেটাই এই বইয়ে উঠে এসেছে। এটা বলতে চেয়েছি কারণ, ভারতীয় মধ্যবিত্ত তৃণমূল পর্যায়ের তরুণরা যেন তাদের প্যাশনকে আগলে রাখতে পারে। ছবিটি প্রযোজনা করছে সুরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান। এটি পরিচালনা করছে সুধা কোঙ্গারা। গত সোমবার এর ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে। ইতোমধ্যে এর বলিউড স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক গুনেট মঙ্গা। ছবিটি তামিল ভাষা ছাড়াও মালায়লাম, কন্নড় ও তেলেগুতে ডাব করা হবে। এতে সুরিয়াসহ আরও অভিনয় করেছেন অপর্ণা বালামুরালি ও মোহন বাবু।