লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও উত্তর জেলা এলডিপি’র সভাপতি নুরুল আলম তালুকদার। দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উত্তর জেলার সাধারণ সম্পাদক এস. এম নিজাম উদ্দিন হারুন, উত্তর জেলার সহ-সভাপতি ফজলুল কাদের তালুকদার, রাঙ্গুনিয়ার উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক আবু তাহের, গণতান্ত্রিক যুবদল দক্ষিণ জেলার আহবায়ক একরাম হোসেন, উত্তর জেলার আহবায়ক মো. নাসের, উত্তর জেলার সদস্য নুরুল আমিন, মো. নেছার, আবুল কাশেম, গণতান্ত্রিক যুবদল দক্ষিণ জেলার সদস্য মো.আনিস, মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় নুরুল আলম তালুকদার বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই। এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপি
পটিয়া উপজেলা ও পৌরসভা য়ৌথ উদ্যোগে গতকাল পটিয়া ক্লাব হলে এলডিপির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপি সভাপতি মো. মনসুর আলম। পৌর সাধারণ সম্পাদক রাশেদ কবির আরমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া পৌর এলডিপির সভাপতি আবদুর রশিদ, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. আয়ুব আলী, গণতান্ত্রিক যুবদল দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস চৌধুরী, পৌর এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, গাজী আমির হোসেন, সেলিম, আবদুর রশিদ, জসিম উদ্দিন, আমিনুল হক তামিম, কানন, রশীদ, ফোরকান, বেলাল, তাহের, কালু সওদাগর, আবদুল আজিজ, নুরুল হক, খোরশেদ আলম প্রমুখ।
এলডিপি কোতোয়ালী
এলডিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কোতোয়ালী থানা শাখার উদ্যোগে থানা এলডিপির সভাপতি একরামুল করিম ইমনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর এলডিপির প্রচার সম্পাদক নুরুল আজগর চৌধুরী। মহানগর গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি বি.এম ছায়েদুল হকের পরিচালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ২৬ অক্টোবর বিকাল ৩ টায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর এলডিপি নেতা মো. রুহুল আমিন, আবু তাহের, গণতান্ত্রিক শ্রমিক দল মহানগর শাখার সভাপতি মনজুর মুহাম্মদ, মিজানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।