বিশিষ্ট রাজনীতিবিদ, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী, বঙ্গীয় আইনসভার প্রাক্তন সদস্য মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা, চন্দনাইশ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ১০টায় কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মুসা কলিমুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ইকরামুল হক, ব্যাংকার ফজল আহমদ, ইসলামাবাদী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, অধ্যক্ষ মোক্তাদির আজাদ খান, লায়ন সি এস কে সিদ্দিকী, সজল দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদীর জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে নব-প্রজন্ম উপকৃত হবে বেশি এবং দেশপ্রেমিক হিসেবে দেশ-সমাজ উন্নয়নে অবদান রাখবে। প্রাচীন চট্টগ্রামে আজ পর্যন্ত বহু জ্ঞানী-গুণী সমাজকর্মী দেশপ্রেমিকের কারণে চট্টগ্রামের ইতিহাস বিশ্বদরবারে পরিচিত। সে রকম ক্ষণজন্মা মহাপুরুষদের শ্রদ্ধা ও সম্মানের সহিত স্মরণ করা আমাদের কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।