মা ইলিশ রক্ষায় সাঙ্গু নদীতে অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:২৪ পূর্বাহ্ণ

ইলিশের প্রজনন নির্বিঘ্ন এবং মা ইলিশ রক্ষায় বঙ্গোপসাগরের সাঙ্গু নদীর মোহনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সকাল ১১ টা থেকে জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী ও জেলা নির্বাহী ম্যাজিস্টেট সুরাইয়া ইয়ামিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবুল কালাম আজাদ। অভিযানকালে সাগরে কোন নৌযান দেখা যায়নি বলেও মৎস্য দফতর সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমনিরুজ্জামান ইসলামাবাদীর জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি
পরবর্তী নিবন্ধরফিকুল আনোয়ার ছিলেন গণমানুষের নেতা