দেশে নতুন ৮ শতাধিক পর্যটন স্থান চিহ্নিত

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:১৩ পূর্বাহ্ণ

দেশের আট বিভাগে নতুন আটশ’র বেশি পর্যটন স্থান চিহ্নিত করেছে পর্যটন কর্পোরেশন। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদীয় কমিটি এর আগের বৈঠকে নতুন নতুন পর্যটন স্থান চিহ্নিত করা এবং এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। বৈঠকে পর্যটন করপোরেশন জানায়, তারা আট শতাধিক স্পট চিহ্নিত করেছে।
সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকভুক্ত করা যায়, তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নিতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসৎ ব্যবসায় শূন্য থেকে শিখরে উঠেছিলেন আবুল মিয়া
পরবর্তী নিবন্ধস্টোকসের সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের