স্টোকসের সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:১৩ পূর্বাহ্ণ

আইপিএলের দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন রাজস্থান রয়েলসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার টর্নেডো সেঞ্চুরিতে ৮ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে রাজস্থান রয়েলস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের ম্যাচে রাজস্থান রয়েলস ৮ উইকেটে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স শুরুটা ভালো করতে না পারলেও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। হার্দিক পান্ডিয়া ২১ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ২টি চারের পাশাপাশি সাতটি ছক্কার মার ছিল। এছাড়া তিওয়ারি ৩৪, যাদব ৪০ এবং ঈশান কিশান করেন ৩৭ রান। রাজস্থান রয়্যালসের পক্ষে অর্চার নেন ২ উইকেট। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় রাজস্থান রয়েলস। এরপর হাল ধরেন বেন স্টোকস এবং সঞ্জু স্যামসন। মুম্বাইয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় এ দুজন। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে রাজস্থান রয়েলস। বেন স্টোকস করেন ১০৭ রান। তিনি ১৪ টি চার এবং তিনটি ছক্কা মারেন। অপরদিকে সঞ্জু স্যামসন ৩১ বলে করেন ৫৩ রান। তার ইনিংসে চারটি চার এর পাশাপাশি ছিল তিনটি ছক্কার মার। মুম্বাইয়ের পক্ষে প্যাটিনসন নেন ২ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধদেশে নতুন ৮ শতাধিক পর্যটন স্থান চিহ্নিত
পরবর্তী নিবন্ধমোস্তফা-হাকিম ফাউন্ডেশনের মিলাদুন্নবী (সা.) মাহফিল