মাছরাঙ্গা পুকুরের ধারে চুপটি করে বসে থাকে। তার কারণ পুকুর থেকে সে মাছ শিকার করবে। পুকুরে অবস্থানরত মাছটি তার লক্ষ্য, মাছটি তার এবং তার পরিবারের ক্ষুধার অভাব পূরণ করবে। পুকুর থেকে মাছটি সে শিকার করতে পারুক বা নাই পারুক! সে একবার হলেও চেষ্টা করবে মাছটি শিকার করার।
গল্পটিতে-মাছরাঙ্গা পাখিটির মতো প্রত্যেকের প্রয়োজন নিজের লক্ষ্যকে দৃঢ় রেখে, সৎ উদ্দেশ্যে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের সব কাজকে ভালোবেসে সম্পন্ন করা। দেখবেন কাজটির সফলতা তার ফলাফল জানিয়ে দিবে।