চালকদের ডোপ টেস্ট

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:০২ পূর্বাহ্ণ

চালকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া আছে। আসলে সব চালকদের আসল ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা অবশ্য সন্দেহ আছে। যে কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান করে তাদের উচিত সঠিক তথ্য সবার সামনে উপস্থাপন করা। আমাদের দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে চালকদের অসচেতনতা। মদ্য পান করে গাড়ি চালানোর অভ্যাস অনেক চালকের আছে। বিশেষ করে আন্তঃজেলা গাড়ি চালকদের। ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বেশি শোনা যায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সব চালকদের ডোপ টেস্ট করা খুবই জরুরি। তিনি একটি সুন্দর পরামর্শ দিয়েছেন যা আমরা সমর্থন করি। আমরা মনে করি এটিকে নিয়মে পরিণত করতে হবে লাইসেন্স দেওয়ার সময় ডোপ টেস্ট করা। যদি ডোপ টেস্টে ধরা পড়ে চালক মাদকে আসক্ত তাহলে তাকে লাইসেন্স দেওয়া যাবে না গাড়ি চালানোর জন্য। কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর এই পরামর্শকে গুরুত্ব দিতে হবে এবং তা মেনে চলা উচিত বলে আমরা মনে করি। যদি এই নিয়মটি পালন করা হয় তাহলে যারা আগের লাইসেন্স নবায়ন করতে যাবেন তাদেরও ডোপ টেস্ট করা দরকার। মোট কথা সব চালকদের এই নিয়মের আওতায় আনতে হবে।
মোহাম্মদ হুমায়ুন কবির,
দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধআবদুল হক চৌধুরী : ইতিহাস ও ঐতিহ্য চেতনায় অনন্য
পরবর্তী নিবন্ধলক্ষ্য+উদ্দেশ্য+কঠোর পরিশ্রম=ফলাফল