জল ভাঙার শব্দ হয় ….
সেদিন যতগুলি স্বপ্ন-সংলাপ
আমরা ভাসিয়েছিলাম জলের শরীরে
ইদানীং তারা আমার পায়ের কাছে
ভেঙে পড়ছে নিয়মিত…..
তোমাকে ছোঁবো বলে পালক সাজাচ্ছিল ডানায়-
আমি বারণ করেছি তাদের।
আমি তো জানি
ধ্বংস-ধ্বনি কী ভীষণ অবিন্যস্ত করে তোলে
তোমার চিকন গ্রীবা -শরীরের রঙ…