তোমার মনের দেয়াল জুড়ে আমার স্বপ্নের ক্যানভাস
জল কিম্বা তৈল রঙে নিয়ত রাঙাই ক্যানভাসের জমিন
সুখ ছড়ানো সবুজ আলোয় তাতে ফেলি প্রক্ষেপণ
অথবা নীল বেদনার ছায়ে সযতনে এঁকে দিই প্রলেপন।
তোমার ক্যানভাস কখনো ছোট,
কখনো বিশাল আকাশের মত
আমি আমার তুলিগুলো নিই সাজিয়ে,
ক্যানভাসের আয়তন যত
স্বপ্নগুলো এলোমেলো বা গোছালো,
বর্তমান ও ভবিষ্যতের
স্বপ্নগুলো সপ্তবর্ণে রাঙানো, দোসর হোক সর্বকালের।