সুখ তুই কি শিশুর ফোকলা হাসি,
শিশুর হাতের বাঁশের বাঁশি।
নাকি তুই মায়ের মমতাময়ী কোল,
শিশুর মুখে আধো আধো বোল।
সুখ তুই কি বাবার স্নেহ-আদর,
শাসন ভরা শীতল চাদর।
লুকিয়ে রাখা কষ্ট রাশি রাশি,
দুখের মাঝে এক চিলতে হাসি।
সুখ তুই কি মায়ের প্রসব জ্বালা,
শূন্য বুকে উথলে পরে খুশির ঢালা।
নাকি তুই মায়ের গল্প বলা ভাত,
অকারণে ভালোবাসার মিথ্যে অজুহাত।
সুখ তুই কি বোনের আদর-সোহাগ,
ঝগড়াঝাটি আর রাগ-অনুরাগ।
নাকি তুই ভাইয়ের রক্ত টান,
নির্ভয় ঠিকানা, ভালোবাসা অফুরান।
সুখ তুই কি রাধা-শ্যামের ভালোবাসায়,
স্বপ্ন বিভোর যুবার রঙিন আশায়।
নাকি তুই প্রবীণের শান্তির ঘরে,
জীবনের পূর্ণতায় স্বর্গ লুটিয়ে পরে।
সুখ তুই কি অনাহরীর মুখের আহার,
বেশভূষে আর চাকচিক্যে রূপের বাহার।
নাকি তুই শ্রমজীবীর নোনতা ঘামে,
মরীচিকা কিনবো তোরে সাতপূর্ণের দামে।