সড়কে আবার ধসে পড়ল পাহাড়

বাঘাইছড়ি

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৪২ পূর্বাহ্ণ

বাঘাইছড়িতে টানা দুইদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও মারিশ্যা দীঘিনালা সড়কের ১৬ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর ফলে বাঘাইছড়ির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।
গতকাল শনিবার ভোরে সড়কের ওপর পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। পরে সেনাবাহিনী ও খাগড়াছড়ি সড়ক বিভাগের ৮ ঘন্টার চেষ্টায় সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু হয়। সড়কের পুরো মাটি সরাতে আরও দুইদিন লাগতে পারে। সেনাবাহিনী ও সড়ক জনপদ বিভাগের লোকজন মাটি সরানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা সবুজ চাকমা।

পূর্ববর্তী নিবন্ধআবারও মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধটিকার জন্য বিশ্ব ব্যাংকের কাছে ৫০ কোটি ডলার চাইলো বাংলাদেশ