আবারও মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট

এবার আয়োজনে বিভাগীয় ফুটবল এসোসিয়েশন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্রায় চার বছরেরও বেশি সময় নিস্ক্রিয় থাকার পর অবশেষে আড়মোড়া ভেঙে জেগে উঠেছে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিভাগীয় ফুটবল এসোসিয়েশন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল নিয়ে আন্তঃডিএফএ এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সমপ্রতি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বেশ জাঁকজমকভাবে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে। টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো হবে নোয়াখালী এবং বান্দরবান স্টেডিয়ামে। সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে চট্টগ্রাম স্টেডিয়ামে। তবে বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের এই টুর্নামেন্ট কতটা সফল হবে সেটা এখন দেখার বিষয়। তবে আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুর দিকে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিভাগীয় ফুটবল এসোসিয়েশন। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে কেবল তাদের জেলার খেলোয়াড়দের নিয়ে দল গঠন করতে হবে। বাইরের কোন ফুটবলার খেলানো যাবে না। পেশাদার লিগ বা ঢাকা লিগে খেলা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। টুর্নামেন্টের ফরমেট, বাজেটসহ সবকিছু পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা। তবে বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি শামসুল হক চৌধুরী এমপিকে চেয়ারম্যান এবং নজরুল ইসলাম লেদুকে সম্পাদক করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এই টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। গতকালের সভায় সিদ্ধান্ত হয় যে, বিভাগীয় ফুটবল এসোসিয়েশন জেলা ফুটবল এসোসিয়েশন সমূহ তদারকি করবে। তাদের সুবিধা অসুবিধা দেখভাল করবে।
সভায় বক্তব্য রাখেন বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি শামসুল হক চৌধুরী এমপি, সহ-সভাপতি সিরাজুদ্দিন মো. আলমগীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদুসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ফুটবল এসোসিয়েশনের সভাপতিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধগাভী জন্ম দেবে জমজ বাছুর
পরবর্তী নিবন্ধসড়কে আবার ধসে পড়ল পাহাড়