এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না

আজাদী অনলাইন | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ১:২৪ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর মাধ্যমিক স্তরে কোনো বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যবান করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে।

বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩০ কর্ম দিবসের একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হচ্ছে। এই সিলেবাসের উপরে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট নিজ নিজ স্কুলে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিজিবি’র গুলিতে ইয়াবা ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার