উঠি রোজ ভোরে ভোরে
স্নান করি সরোবরে
ভালো লাগে নীলজল,
পাখিদের কোলাহল।
মৃদু মৃদু সমীরণ
কাঁপে সাদা কাশবন
পানকৌড়ি দেয় ডুব,
তাতে মজা পাই খুব।
আঁকা বাঁকা ছোট নদী
বহে চলে নিরবধি
দেখলে জুড়াই মন,
দু-পাশে ঘাসের বন।
সবুজের সতেজতা
প্রাণে আনে মাদকতা
একে একে দেখি রোজ
প্রতিদিন নিই খোঁজ।
আহা! কি যে মনলোভা
ফুলেদের যত শোভা
ঝরাপাতা বলে যায়,
কালেতে নিলাম ঠাঁই!