সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. শামসুল আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পথচারী কঙবাজার জেলার পেকুয়া থানার মিয়াপাড়া এলাকার মো. আলীর পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে পথচারী শামসুল আলমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।