জলবায়ু পরিবেশে নিখুঁত নির্ভর,
আমাদের এই দেশ কর্ম পরিসর।
চারিদিকে নদী-খালে আছে মিঠা জল,
বারো মাস ফুল হয় ধরে কতো ফল।
পলি পরা এই মাটি ফসলের বল,
বপন হলেই বীজ মিলেই ফসল।
প্রতি ইঞ্চি জমি যদি চাষাবাদে আনি,
মুছে যাবে চিরতরে খাদ্য পেরেশানি।
বর্তমানে ছাদকৃষি প্রযুক্তি সহায়,
পরিবেশ আছে বলে এমন উপায়।
দেহকলে বল পাবো খাবো যদি ফল,
পরিবেশ রক্ষা করা একান্ত আসল।