আমি চাই না হতে

সালাম সৌরভ | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:৩৫ পূর্বাহ্ণ

তুমি কি চাও
কোন কাব্যগ্রুপের নব্য লেখক এর মত
তোমার জন্য প্রতিদিন একটা করে কবিতা লিখে
শব্দগুলো জব্দ হয়ে মরুক।
পরদিন সেই কবিতা
বাসি ফুলের পাপড়ির মতো
ঝরে পড়ুক।
প্রতিদিন আমি পারবো না,
সস্তা কাব্যের বস্তা ভরে
মোবাইল কোম্পানিগুলোর পেট ভরাতে,
লাগবেনা আমার, তোমার দেওয়া
মিথ্যে প্রশংসার মূল্যহীন সনদ,
বিবেককে পারবো না বন্দী করতে
কোন দোষের হাতকড়াতে।
আমি মাহাবুব উল আলমের মত
(কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি)
সারা জীবন কবিতার খাতায়
দু-একটা দেবো আঁচড়।
যে কবিতা আমাকে বাঁচিয়ে রাখবে
মানুষের হৃদয়ে হাজার বছর।

পূর্ববর্তী নিবন্ধঅমল জলের দেশে
পরবর্তী নিবন্ধকৃষি নির্ভর পরিবেশ