গণিত বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার

অ্যালামনাই এসোসিয়েশনের সভা

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদের এক সভায় বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমিতে সংগঠক ব্যবসায়ী উদ্যোক্তা পরিমল ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে গণিত বিভাগের প্রফেসর শফিউল আলম তরফদার, বিভাগের প্রাক্তন ছাত্র বিজয়স্মরণী কলেজের উপাধ্যক্ষ ভূপতিরঞ্জন দাশ ও দেলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক প্রকাশ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় বিগত দিনের কার্যক্রমের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লেখক রেজাউল করিম স্বপন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক, অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আশরাফুল ইসলাম, চুয়েট গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম কলেজের গণিতের বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাসানুল ইসলাম, বাকলিয়া সরকারি কলেজের গণিতের বিভাগের অধ্যাপক মো. কামাল হোসেন, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল হক, জনতা ব্যাংকের ডিজিএম মো. ফজলুল হক, বেক্সিমকোর ব্যবস্থাপক সংগঠক মুহাম্মদ মহসীন চৌধুরী, আবুল খায়ের গ্রুপের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপক ইমরুল কাদের ভুঁইয়া, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গণিতের বিভাগীয় প্রধান অধ্যাপক শিপন চন্দ্র দেবনাথ, রামু সরকারি কলেজের গণিতের বিভাগের অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, আইনজীবী এস এম শাহনূর, ব্যবসায়ী সৈয়দ হাফিজুর রহমান ও কবি-সাহিত্যিক রাশেদ রউফ। সভায় চবি গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, ৫১ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গণিতের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন ও আছেন, তাঁদের সবাইকে একসূত্রে গাঁথায় হলো অ্যালামনাই এসোসিয়েশনের লক্ষ্য। বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে যাবতীয় কর্মসূচি গ্রহণ করা হয়। যে সকল প্রাক্তন শিক্ষার্থী এখনো অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হননি, তাদের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন (০১৭১১৩১৮১৫৭)-এর সঙ্গে যোগাযোগ করতে সভায় অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ দেশ গড়তে আ’লা হযরতের জীবন-দর্শন অনুসরণের তাগিদ
পরবর্তী নিবন্ধ‘ফিটনেসবিহীন গাড়ি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ’