সমৃদ্ধ দেশ গড়তে আ’লা হযরতের জীবন-দর্শন অনুসরণের তাগিদ

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বন্দর শাখার অভিষেক

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৪১ পূর্বাহ্ণ

আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.) হলেন সুন্নী চেনার কষ্টি পাথর। তাই সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। খুন ও ধর্ষণ মুক্ত সমৃদ্ধ দেশ গড়তে আ’লা হযরতের জীবন-দর্শন অনুসরণ করতে হবে। গত ১০ অক্টোবর বন্দরের সল্টগোলা রেল ক্রসিংস্থ একটি কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাআত বন্দর থানা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও আ’লা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ ইদ্রিস আল-কাদেরী এতে সভাপতিত্ব করেন। মাওলানা মুফতি আবুল হাছানাত আল-কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী, মাওলানা ইউনুস তৈয়্যবী, মাওলানা আব্দুন নবী আল-কাদেরী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত নগর শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আল-কাদেরী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান আল-কাদেরী, মাওলানা সৈয়্যদ হাসান আযহারী, আলহাজ মুহাম্মদ হানিফ, মুহাম্মদ মহসিন, মাওলানা মুহাম্মদ মুবিনুল হক আশরাফী, হাজী মুহাম্মদ হাসান, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা ছৈয়দুল আলম আল-কাদেরী, মাওলানা মুফতি ছগির আহমদ আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ মোর্শেদুল আলম আনোয়ারী, মাওলানা মুহাম্মদ নুরুল কবির রিজভী, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ খালেদ, মাওলানা মুহাম্মদ গোলাম হুসাইন আল-কাদেরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে ওয়েবিনার
পরবর্তী নিবন্ধগণিত বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার