চুয়েটে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে ওয়েবিনার

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর) এবং পুরকৌশল বিভাগের যৌথ আয়োজনে ‘স্যানিটেশন অ্যান্ড স্যানিটারিনেস : দ্য রোল অফ ব্যারিয়ারস’ শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পালের সভাপতিত্বে ওয়েবইনারটি পরিচালনা করেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারজানা রহমান জুথী। ওয়েবইনারে স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বাওহাউস ইউনিভার্সিটি ভাইমার এর প্রফেসর ড. ইয়ুর্গ লনডং। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম। ওয়েবইনারটি সঞ্চালনা করেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্সের গবেষণা প্রভাষক জনাব মো. আরিফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা পরবর্তী বিশ্বে টিকে থাকতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ দেশ গড়তে আ’লা হযরতের জীবন-দর্শন অনুসরণের তাগিদ