ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছিল না ৯ বছরের শিশু জিসানের। তাই খাবারের আশায় একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ছিল। কিন্তু রেস্টুরেন্ট মালিক খাবারের বদলে ওই টোকাই শিশুর মাথা ফাটিয়ে দিল। এ ঘটনাটি জানার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনার সাথে জড়িত ইসমাইল ও লোকমান হোসেন নামে দু’জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে চকবাজার মোড় সংলগ্ন জমজম রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। জিসান নোয়াখালী কোম্পানীগঞ্জের আমিন হোসেনের ছেলে। আটককৃত ইসমাইল কুমিল্লা নাঙ্গলকোটের আলী আহমদের ও লোকমান একই এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
চকবাজার থানার ওসি মো. রুহুল আমিন গতকাল আজাদীকে বলেন, এ ঘটনায় হোটেল মালিকের ভাই ইসমাইল ও লোকমান নামে রেস্টুরেন্টের এক কর্মচারীকে আটক করা হয়েছে। শিশুটি টোকাই ছিল। ঘটনার দিন রাতে জমজম রেস্টুরেন্ট খোলা দেখে সেখানে সে খাবারের জন্য গিয়েছিল। খাবার না দিয়ে উক্ত রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীরা তাকে তাড়িয়ে দেয়। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জিসান রেস্টুরেন্টটির সামনেই দাঁড়িয়ে ছিল। একটি পর্যায়ে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারী মিলে ইট দিয়ে ওই শিশুটির মাথায় আঘাত করে। পরে রক্তাক্ত জিসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার যাবতীয় ব্যয় পুলিশ বহন করে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।