নগরীর বহদ্দারহাট আর বি কনভেনশন হলে গত ১২ অক্টোবর ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভীর (র.) ১০২তম ওফাত বার্ষিকী উপলক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়। আলা হজরত ফাউন্ডেশনের উদ্যোগে কনফারেন্সে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা, সংস্কৃতি, শরিয়ত ও তরিকতের বিশুদ্ধ চর্চার ক্ষেত্রে তার আপোষহীন ভূমিকা ধর্মপ্রাণ মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। কনফারেন্সে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী। উদ্বোধক ছিলেন আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয় সহসভাপতি মুহাম্মদ মহসিন।
প্রধান অতিথি ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, আল্লামা কাজী আবদুল ওয়াজেদ, আল্লামা হাফেজ আশরাফুজ্জমান আলকাদেরী, ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার,গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দিন সবুর, উপাধ্যক্ষ ড. লিয়াকত আলী, ড. মুহাম্মদ জাফর উল্লাহ, আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা নাছির উদ্দিন ও ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আবদুল্লাহ ও এরশাদ খতিবীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাছের মো. তৈয়ব আলী। এ সময় উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, মাওলানা গোলাম মোস্তফা মো. নুরুন্নবী, মাওলানা ইউনুছ রিজভী, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আযহারী, অধ্যাপক মুরশেদুল হক, সৈয়দ মো. হাসান আল আযহারী, মাওলানা ইউনুছ তৈয়বী, মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা ইমরান হাসান আলকাদেরী, মাওলানা মো. আলী আলকাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।