গত দুই দিন গভীর রাতে রাঙামাটি পার্বত্য জেলায় মূষলধারে বৃষ্টিপাত হয়। বৃষ্টির সাথে পাহাড়ি ঢল মিলে কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পায়। লেকে পানির পরমিাণ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে ৩টি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। এই তিনটি জেনারেটর থেকে ১২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, বর্তমানে কাপ্তাই লেকে পানি রয়েছে ১০২ ফুট এমএসএল (মিন সি লেভেল)। এক সপ্তাহ আগেও লেকে পানির পরিমাণ ছিল ৯৫ ফুট এমএসএল এর নিচে। লেকে পানি কম থাকায় তখন ৫টি জেনারেটরের মধ্যে মাত্র ১টি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে সচল ছিল। তখন ঐ একটি জেনারেটর থেকে মাত্র ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। লেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, বর্তমানে ১, ৩ ও ৫ নম্বর জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। ১ ও ২ নম্বর জেনারেটর থেকে ৪৪ মেগাওয়াট হারে মোট ৮৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। ৩ নম্বর জেনারেটর থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।