লিওদের নেতৃত্ব বিকাশের মাধ্যমেই হবে যুব উন্নয়ন

লিও ক্লাব অব চিটাগাং ২০২০-২১ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:৫৩ পূর্বাহ্ণ

নগরীর জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবে লিও ক্লাব অব চিটাগাং এর দায়িত্ব হস্তান্তর ও ক্লাব মেম্বার স্কুলিং অনুষ্ঠান গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারি লিও মাসুদের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০১৯-২০ সেবাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট লিও আব্দুল্লাহ আলী আল হাসান। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২০-২১ সেবাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট লিও মো. রবিউল হাসনাত খান রুমেল।
এতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন নিশাত ইমরান, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর ২০২০-২১ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি। এতে বক্তারা বলেন- লিওদের নেতৃত্ব বিকাশের মাধ্যমেই হবে যুব উন্নয়ন।
ক্লাব মেম্বার স্কুলিং সেশনে স্পিকার ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি.কে লালা এমজেএফ, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও ইয়ুথ এঙচেঞ্জ চেয়ারম্যান লায়ন নবিউল হক সুমন, লিও মাল্টিপল জেলা ৩১৫ এর সভাপতি লিও শাহরিয়ার ইকবাল, সদ্য প্রাক্তন লিও জেলা সেক্রেটারি লিও আফিফা ইসলাম, লিও জেলা সভাপতি লিও এইচ এম হাকিম,সহ-সভাপতি লিও জয় চক্রবর্তী, সেক্রটারি জাহিদ হাসান প্রিয়ম, ট্রেজারার লিও ইরফান মুস্তফা, লিও ক্লাব অব চিটাগাং এর প্রাক্তন সভাপতি লিও নাফিজ মিনহাজ, লিও সাজ্জাদ চৌধুরী ইভান, বর্তমান ক্লাব ডিরেক্টর ও প্রাক্তন সভাপতি লিও রাহুল লালা জয়, লিও মুনতাসীর, লিও জাওয়াদসহ লিওবৃন্দ।
স্পিকারবৃন্দ তাদের সেশনে লিওইজম ও লায়নিজম সম্পর্কে লিওদের সামনে বিশদ আলোচনা তুলে ধরেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে লিওদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করেন। এতে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে লিওইজম সম্পর্কে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিগুলো শেয়ার করেন এবং বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নিয়ে লিওদের কার্যক্রমের জন্য তাদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চিটাগাং এর পক্ষ থেকে সকল আমন্ত্রিত অতিথি ও লিওদের সম্মাননা স্মারক উপহার দেয়া হয়। ‘হাসির তরে সেবা’ কলের প্রবক্তা ২০১৯-২০ সেবাবর্ষের সফল জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ এর উপস্থিতিতে ২০১৯-২০ সেবাবর্ষের সভাপতি লিও আব্দুল্লাহ আলী আল হাসান তাঁর সভাপতির দায়িত্ব ২০২০-২১ সেবাবর্ষের জন্য লিও মো. রবিউল হাসনাত খান রুমেলের নিকট হস্তান্তর করেন। নতুন ক্লাব সভাপতি লিও মো. রবিউল হাসনাত খান রুমেল সমাপনী বক্তব্যে ক্লাবের সকল কর্মসূচি তার ক্যাবিনেট সদস্যদের নিয়ে সফলভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
পরবর্তী নিবন্ধঐ রাঙা মুখ