চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রামের সব প্রবেশমুখকে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হবে। বদলে যাবে চট্টগ্রাম শহরের পরিবেশ। এই শহরে বাইরের পর্যটক বা কোন মানুষ প্রবেশ করার সাথে সাথে বুঝতে পারবে এইটা চট্টগ্রাম নগরী। দরকার শুধু সদিচ্ছা। সদিচ্ছা অন্তরে থাকলে চট্টগ্রাম প্রাকৃতিক ঐশ্বর্য্যের নগরী হবে। গতকাল রোববার নগরীর সিমেন্ট ক্রসিং থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনকালে প্রশাসক এসব কথা বলেন। তিনি রাস্তার উভয় পাশ ও মিডআইল্যান্ডের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো বেশি বাহারী ফুলের গাছসহ বিভিন্ন গাছের চারা রোপণ ও দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলার জন্য চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি একেএম রেজাউল করিমকে নির্দেশ দেন। এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী অসিম বড়ুয়া, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, মো. সেলিম, সমীর মহাজন লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।