ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নগরীর ফিশারীঘাট এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা মৎস্য দপ্তরের আয়োজনে নতুন ফিশারীঘাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুম আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে সরকার। নিষিদ্ধকালীন সময়ে এ আদেশ অমান্যকারীকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর বিধি বিধান অনুযায়ী এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
ফিশারীঘাট নতুন বাজার সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, বিশেষ অতিথি ছিলেন যান্ত্রিক মৎস্য নৌযান সমিতির মহাসচিব আমিনুল হক সরকার বাবুল, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, মহানগর মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, যান্ত্রিক মৎস্য নৌযান সমিতির সহ সভাপতি দেলোয়ার হোসেন, মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।