মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রীদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইফ জ্যাকেটসহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক। গতকাল শনিবার বেলা ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাফুজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরীফ বাদশা, পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর মিশকাত সিকদার।
অনুষ্ঠানে মহেশখালী-কক্সবাজার ফেরিঘাটের মহেশখালী প্রান্তের ২০০ জন স্পিড বোট চালক ও গামবোট চালকের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।