উপজেলার সকল ইতিহাসসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখা ‘রাউজানের ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ৮ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার লেখা ৬৩৮ পৃষ্ঠার বইটির মোড়ক উন্মোচন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস-চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হারুন। স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও বইয়ের লেখক সুকুমার বুড়য়া। বক্তব্য রাখেন রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর জেবুন্নেছা খানম, জান্নাতুল ফেরদৌস ডলি ও আহসান হাবিব চৌধুরী হাসান। প্রেস বিজ্ঞপ্তি।