সালিসী বৈঠকে সমাধানে বাধ্য হয় মেয়ের পরিবার

রাসেল মিঞা, রিকশা চালক | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৪:৫৯ পূর্বাহ্ণ

ভোলার রাসেল মিঞা গত পাঁচ বছর ধরে চট্টগ্রামে রিকশা চালান। দুই মাস পরপর বাড়ি যান। তিনি বলেন, শহরের চাইতে গ্রামের দিকে ধর্ষণের ঘটনা বেশি ঘটছে। অনেক ঘটনা সালিসী বৈঠকে সমাধান করতে বাধ্য হয় মেয়ের পরিবার। কারণ হিসেবে বলেন, থানায় যাওয়ার সাহস নেই তাদের। তার ওপর রয়েছে গ্রামের মুরুব্বীদের ভয়। সমাজের সবার এ ধরনের ঘটনা রোধে ভূমিকা পালন করা উচিত।

পূর্ববর্তী নিবন্ধওষুধে আর কাজ হবে না, ইনজেকশন দিতে হবে
পরবর্তী নিবন্ধশাস্তি যদি দ্রুত হয় দশ জনে জানবে