লালখান বাজারস্থ এভিনিউ হোটেলের সামনে একজন প্রতিবন্ধীকে চট্টগ্রাম কমার্শিয়াল সিটি রোটারি ক্লাব একটি ভ্যানগাড়ি প্রদান করে। ওই প্রতিবন্ধী ভ্যানে করে ফল-ফলাদি বিক্রি করবেন। প্রাথমিকভাবে ফল কিনে ক্লাবের পক্ষ থেকে প্রাথমিক মূলধন নিশ্চিত করা হয়।
গত ৭ অক্টোবর ভ্যানগাড়িটি হস্তান্তর করেন রোটারি জেলা গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ তাঁর বক্তব্যে বলেন, উক্ত প্রতিবন্ধীকে নিরবচ্ছিন্নভাবে ভ্যানগাড়িতে ফলের ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখা হবে। ক্লাবের এই দরিদ্র বিমোচন প্রকল্পে অন্যান্য রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেনেন্ট গভর্নর পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী, ডেপুটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান এহছানুল হক, অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি কাজী জসীম উদ্দীন, হালদা জোনের সেক্রেটারি পিপি আবছারুল হক, পিপি আমিন উল্ল্যাহ, আইপিপি শাহীন আলম সরকার, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ ইসহাক, সহ সভাপতি ডা. বেলাল মাহমুদ ও মো. সেলিম উদ্দিন, এক্টিং সেক্রেটারি শাহজাহান সিরাজ, ট্রেজারার মো. ইমরান, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, রোটার্যাক্ট ক্লাব প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।