আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির করোনা মুক্তি কামনায় রাউজান উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাউজান কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, শাহ আলম, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আবদুর রহমান চৌধুরী, আবদুল লতিফ, তসলিম উদ্দিন, আহসান হাবীব চৌধুরী হাসান, সারজু মো. নাছের, সাবের হোসেন, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, তানভীর চৌধুরী, মো. আসিফ, নাছির উদ্দিন, মঈনুদ্দিন জামাল চিশতি। মুনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদের।দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগমুক্তির জন্য দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আমাদের মীরসরাই প্রতিনিধি জানান, আওয়াামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির করোনামুক্তি কামনায় বিভিন্ন মসজিদ, মন্দিরে প্রার্থনা করা হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মীরসরাই উপজেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া মন্দির ও কেয়াং গুলোতে প্রার্থনা করা হয়।