বাঁশখালীতে মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:২১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কার্প/তেলাপিয়া মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ গত বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। প্রশিক্ষক ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। কোর্স সমন্বয়কারী ছিলেন মো. আশরাফুল ইসলাম ও চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী। এতে ২০ জন মৎস্য চাষি প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং লিডার বাদশার উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফের সুস্থতা কামনায় দোয়া মাহফিল